বাংলাদেশ

কবে বাংলাদেশে মেট্রোরেল এর উদ্বোধন হবে

এ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ বছরের ১৬ই ডিসেম্বরে বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন-৬-এর শুভ উদ্বোধন করবেন। এজন্য বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুই সহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মতো ঢাকা মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রোরেলের লাইনের সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্স(MRT Line 6) কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজ শুরু করা হয়।

মেট্রো পূর্ণরূপ হলো মেট্রোপলিটন বা নগর। মেট্রো রেল বলতে বোঝায় শুধুমাত্র টাউন বা সিটির মধ্যেই যে সমস্ত ট্রেন যাতায়াত করে।এই মেট্রো রেলের আবিষ্কারক চার্লস পিয়ারসন।পৃথিবীর সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় লন্ডন আন্ডার গ্রাউন্ডে ১৮৬৩ সালের ১০-ই জানুয়ারি। এটি ছিল স্টিম ইঞ্জিনের।
এই মেট্রো রেলের কয়েকটি সুবিধা রয়েছে। সেগুলো হল:

১. এই ট্রেন দ্রুতগামী, অধিক বহন ক্ষমতাসম্পন্ন ও অধিক স্পেস আছে। যানজটের উপেক্ষা করে অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে।

২. এটি ইকো ফ্রেণ্ডলি, যেহেতু কোনো গ্যাস ছড়ায় না, এটি পরিবেশের বন্ধু।

৩. এর ফুয়েল কনজাম্পশন মাত্র 20 শতাংশ।

৪. যানজট অনেক কমে যাবে

৫. মেট্রোরেলে খরচ অনেক কম

৬. মেট্রোরেলে বসে যাতায়াত করা অনেক আরামের। ভিতরে ঠান্ডা পরিবেশ।

৭. লক্কর ঝক্কর বাস কমে যাবে। অন্য রুটে বাসের আধিক্য বাড়লেও মেট্রো রুটে অনেক কমে যাবে।

আশা করা যায় যে বাংলাদেশে মেট্রো রেল সফল ভাবে চলাচল করবে এবং সারা দেশে মেট্রো রেল এর ব্যবহার শুরু হবে।

Related Articles