বরিশালে নির্মিত হচ্ছে মডেল মসজিদ

বরিশালের সদর উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইতিমধ্যেই মসজিদের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বরিশাল জেলা সদরে ১টি ও জেলার ১০ উপজেলায় ১০টি সর্বমোট ১১টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। জেলার সদরের মসজিদটি সরকারী বাসভবন চত্বরে ৪৩ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে এ ৩ তলা মসজিদটিতে সর্বমোট ৩২ হাজার ৪৮৫ স্কয়ার ফুট স্থান রয়েছে । প্রত্যাশী সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটির বাস্তবায়নকৃত সংস্থা হিসেবে কাজ করবে বরিশাল বিভাগীয় গণপূর্ত প্রকৌশল অধিপ্তর বিভাগ।
সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা এ মডেল মসজিদটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই মসজিদের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। এ মসজিদে প্রতিদিন প্রায় কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
৩ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সটি দ্বীনি দাওয়াত কার্যক্রম, ইসলামী সংস্কৃতি চর্চার জ্ঞান অর্জন, গবেষণার সুযোগ, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতা, আধুনিক সুযোগ-সুবিধাসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাও করা যাবে।
বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, ৩ তলা বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মাণের কাজ চলছে। ৩ তলা এ মসজিদে একসাথে প্রায় ৯শ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
এছাড়াও ইসলামী লাইব্রেরি, ইসলামী গবেষণা, ইমাম ট্রেনিং সেন্টার, হেফজখানা, হজ নিবন্ধন, অটিজম কর্ণার, শিশু ও গণশিক্ষা, ইমাম- মুয়াজ্জিনের আবাসন, মরদেহ গোসল, অতিথি শালাসহ ১৪ ধরনের সুবিধা থাকবে।
তিনি জানান, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ইসলামী মূল্যবোধ বিনির্মাণে এক একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে এ মডেল মসজিদ।
বরিশাল বিভাগীয় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম জানান, ৩তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সটি অতি তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য কাজ চলছে। আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে এ মসজিদের কাজ শেষ হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, শীগ্রই সদর উপজেলার মুসল্লিদের মাঝে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সটি উপহার দিতে যাচ্ছেন বর্তমান সরকার। যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাহসী পদক্ষেপ ও ধর্মের প্রতি ভালবাসার প্রমাণ।
তিনি আরও বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ইসলামী মূল্যবোধ বিনির্মাণে এক একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো।



