একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ ৭০ বছর বয়সে ২০২২ সালের ১৭ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। অভিনয়শিল্পী ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে ক্যানসারসহ হার্টের সমস্যায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। সেই সময়ে মাসুম আজিজের অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়। এরপরে ২০২২ সালের ১৭ অক্টোবর সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালে পাবনা জেলার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এই নাট্যাভিনেতা মাসুম আজিজ।
অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
মাসুম আজিজ ১৯৭২ থেকে নাট্যচর্চা শুরু করে ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়। এরপরে ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন।
হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।
অভিনয়শিল্পী ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন মাসুম আজিজ।
২০০৪ সালে উত্তম আকাশের পরিচালনায় ‘মমতাজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
২০০৬ সালে প্রয়াত কাজী মোর্শেদের রচনা ও পরিচালনায় ‘ঘানি’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সাথে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ।
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। ২০১৮ সালে সেই ছবিটি মুক্তি পেয়েছে। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
উল্লেখ্য, মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামানও একজন অভিনয়শিল্পী। দুই সন্তানের জনক তিনি। ছেলে উৎস জামান বাবা-মায়ের মতো অভিনয়ের সাথে জড়িত এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন। মেয়ে প্রজ্ঞা আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
১৩ Comments