আন্তর্জাতিকটাইমলাইন

এক নজরে নোবেল পুরষ্কার ২০২২ এর তথ্য

এ পর্যন্তু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসেবে নোবেল পুরষ্কারকে বিবেচনা করা হয়। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে ১৯০১ সাল থেকে প্রতি বছর নোবেল পুরষ্কার দেওয়া হয়। মানবকল্যাণের মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার দেওয়া হয়।এগুলো হলো- সাহিত্য,চিকিৎসা,রসায়ন,পদার্থবিজ্ঞান,শান্তি এবং অর্থনীতি।১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রদান করা শুরু হয়।অন্যান্য সকল শাখার নোবেল সুইডেন থেকে দেওয়া হলেও শান্তির ক্ষেত্রে নোবেল দেওয়া হয় নরওয়ে থেকে।নোবেল বিজয়ীদের ইংরেজীতে নোবেল লরিয়েট বলা হয়।

নোবেল পুরষ্কার ২০২২

এক এক করে এবছরের বিভিন্ন বিষয়ে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হচ্ছে। এ পর্যন্ত যেসব বিভাগে যারা নোবেল জিতেছেন তারা হলেন-

সাহিত্যঃ
এ বছর সাহিত্য বিভাগে এককভাবে নোবেল জয় করেন ৮২ বছরের ফরাসি লেখিকা Annie Ernaux (আ্যনি এরনো) তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন। আনি এরনো সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করেছেন।

রসায়নঃ
চলতি বছরে রসায়নে যুগ্মভাবে নোবেল পেয়েছেন ৩ জন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের নাগরিক মর্টেন মেলডাল। নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো।

পদার্থবিজ্ঞানঃ
কোয়ান্টাম বিজ্ঞানে অভাবনীয় সাফল্যের জন্য যুগ্মভাবে নোবেল জিতেছেন আমেরিকার বাসিন্দা জন ক্লোজার, ফ্রান্সের বাসিন্দা অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যাটন জেলিঙ্গার।

চিকিৎসাবিজ্ঞানঃ
এককভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন সুইডেনের বাসিন্দা সান্তে প্যাবো।তিনি বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কারের দরুন নোবেল লাভ করেন।

শান্তিঃ
এবছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে। বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এবং রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে একত্রে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

অর্থনীতিঃ
এ বছরে অর্থনীতিতে নোবেল বিজয়ীর ঘোষণা এখনো দেওয়া হয়নি।

Related Articles