নির্বাচন জয়ে একধাপ এগিয়ে লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ চলমান। প্রতিদ্বন্দ্বী মাঝে হাড্ডাহাড্ডি লড়াই বহাল রয়েছে। দ্যা গার্ডিয়ানের প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে যে এই লড়াই এ বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে পেছনে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, লুলা পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট এবং ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।
২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে লুলা পেয়েছিলেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পেয়েছিলেন ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, যদি কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পায় তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট গ্রহণের পূর্বে ডেটাফোলহা ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ অনুযায়ী লুলা এগিয়ে ছিলেন। তবে ব্যবধান অনেক কম ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ লুলাকে ও ৪৮ শতাংশ বলসোনারোকে সমর্থনে ভোট দিয়েছিলেন। জরিপের চেয়েও প্রখর লড়াই দেখা গেছে ভোটের মাঠে।
পাশাপাশি ইতিমধ্যে লুলার সমর্থকেরা আনন্দ মিছিল বের করছেন। এর আগে ৬৫ শতাংশ ভোট গণনা পর্যন্ত দুজন সমান সমান ভোট পেয়েছিলেন। ৭০ শতাংশ ভোট গণনার পর লুলা এগিয়ে যান। এরপর লুলা শেষ রাউন্ডে বলসোনারোকে ছাপিয়ে যান। ৯০ শতাংশের বেশি ভোট গণনা পর্যন্ত ব্যবধান ধরে রেখেছেন লুলা। ইতিমধ্যে বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা কমতে দেখা গেছে।
এছাড়াও ব্লুমবার্গ প্রকিশিত লাইভ রেজাল্ট গণনাতেও লুলাকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে।
পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের ৪র্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। তবে এর জন্য তাঁকে কিছু বাধাও মোকাবিলা করতে হবে। নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় বাধা হলো- করোনা পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি করা।
১৩ Comments