খেলাফুটবল

সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়দের তালিকার মেসি ২য় স্থানে, রোনালদো নেই শীর্ষ পাঁচে

মেসি ও রোনালদো, ফুটবল জগতের উজ্জ্বল এ দুই নক্ষত্রকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুব অল্পই আছে। বছরের পর বছর ধরে মাঠে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়ে নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় স্থান করে নিয়েছেন এই দুই খেলোয়াড়। তবে শীর্ষ শিরোপাজয়ী খেলোয়ারদের তালিকায় সেরা হতে পারেননি এদের কেউই।
আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এই তালিকায় ২য় স্থান অর্জন করলেও সেরা পাঁচেও নিজের জায়গা করে নিতে পারেননি পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২২ সালের জরিপ অনুযায়ী, ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়ের মুকুট পরিধান করছেন ব্রাজিলের ড্যানি আলভেস। ৩৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন সর্বমোট ৪৪ টি ট্রফি। একুশ বছরের ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্যের পরিচয় দিয়ে তিনি হয়ে উঠেছেন ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ২ টি কোপা আমেরিকা , ২ টি কনফেডারেশন কাপ, ১টি অনূর্ধ্ব ২০ বিশ্বকাপজয়ী ট্রফি ও ১ টি অলিম্পিক মেডালিস্ট শিরোপা। নিজের দেশের হয়ে মাত্র ৬ টি ট্রফি অর্জন করলেও ক্লাব ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ৩৮ টি অসাধারণ
শিরোপা। ৬টি ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার ট্রফি, ৬ টি স্প্যানিশ চাম্পিয়ন ট্রফি, ৫ টি স্প্যানিশ কাপ, ৫ টি স্প্যানিশ সুপারকাপ, ৪ টি উয়েফা সুপারকাপ, ৩ টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি ফরাসি সুপারকাপ, ২ টি ফরাসি চ্যাম্পিয়ন, ২ টি ফরাসি লিগ কাপ, ১ টি ফরাসি কাপ, ১ টি ইতালিয়ান কাপ ও ১ টি ইতালিয়ান চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছেন ড্যানি আলভেস। সর্বোচ্চ শিরোপাজয়ীদের তালিকায় ড্যানি আলভেসের পরে ২য় স্থান অধিকার করেছেন আর্জেনটাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। নিজের ক্লাব ক্যারিয়ার ও আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বমোট ৪১ টি শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন তারকা। এই তালিকার ৩য় স্থানে অবস্থান করছেন মিসরীয় মিডফিল্ডার হাসাম আশোর।

তার অর্জিত ট্রফির সংখ্যা ৩৯ টি। ৩৭ টি ট্রফি অর্জন করে লিস্টের ৪র্থ স্থানে রয়েছেন সাবেক স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ইনিয়েস্তার সমান সংখ্যক শিরোপা অর্জন করে তালিকার ৫ম স্থান অধিকার করেছেন সাবেক ফরাসি ডিফেন্ডার ম্যাক্সওয়েল। এই লিস্টের সেরা পাঁচে কেন রোনালদোর নাম নেই একথা ভেবে ক্ষুব্ধ হতে পারেন সি আর সেভেনের ভক্তরা।
ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের তালিকায় নিজের স্থান করে নিতে পারলেও সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলারদের তালিকার সেরা পাঁচে নিজের অবস্থান দখল করতে পারেননি। ৩৭ বছর বয়সী পর্তুগিজ এই ফরোয়ার্ড নিজের ক্যারিয়ারে ৩৪ টি ট্রফি অর্জন করে অবস্থান করছেন এই তালিকার ১০ম স্থানে।

Related Articles