খেলাটাইমলাইনফুটবল

এবার কাতারে এটাই হবে মেসির শেষ বিশ্বকাপ

“এটাই আমার শেষ বিশ্বকাপ, সিদ্ধান্ত চূড়ান্ত” –
এমনটাই বলেছেন ফুটবল তারকা লিওনেল মেসি আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেয়া এক ইন্টারভিউয়ে।

এবার কাতারে মেসি তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। এর আগের চারটি বিশ্বকাপে তার গোলসংখ্যা ছিলো ৬ যার মধ্যে ৪টি গোলই ছিলো ২০১৪ সালের বিশ্বকাপে।সে বছর লিওনেল মেসির হাত ধরেই বিশ্বকাপ ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা,যেখানে জার্মানির কাছে ১-০ গোলে পরাজয় হয়।

সেরা এই বিশ্বতারকার বর্তমান বয়স ৩৫। তবে আসন্ন বিশ্বকাপের পরের বিশ্বকাপে সেই সংখ্যা দাঁড়াবে ৩৯ এ।ফলে বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিলো, যা কিছুদিন পূর্বে তিনি নিজেই নিশ্চিত করেন। তবে বিশ্বকাপ থেকে অবসর নিলেও আর্জেন্টিনার ন্যাশনাল টিমে খেলার চান্স কিন্তু রয়েই যায়। তাই ২০২৪ এর কোপা আমেরিকাতে ১০ নাম্বার জার্সি গায়ে আবার মাঠে দৌড়াতে দেখা যেতে পারে তাকে।

অবসরের উপলক্ষ ধরে মেসির ক্যারিয়ারের দিকে আলোকপাত করাই যেতে পারে। মেসির পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। তার জন্ম ২৪ জুন ১৯৮৭ সালে আর্জেন্টিনার রোসারিও শহরে।সেরা এই প্লেয়ার ক্যারিয়ার জুড়ে অর্জন করেছেন অসংখ্য পুরষ্কার।শুধুমাত্র লিওনেল মেসিরই রয়েছে মোট ৭বার ব্যালন ডি’আর জয়ের কৃতিত্ব,যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। সাথে রয়েছে ছয়টি ইউরোপীয় সোনালী জুতো বা গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব। তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল (৪৪০)। লা লিগা ও ইউরোপের যেকোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০)। ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩)। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১)। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং লা লিগা (৩৪) ও চ্যাম্পিয়নস লিগে (৮) সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১২) ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৭০০ এর অধিক পেশাদার গোল করেছেন।

মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

Related Articles