খেলাফুটবল

প্রকাশ করা হলো এ বছরের ফিফার অফিশিয়াল গান

২০২২ এর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।গোটা বিশ্ব থেকে ৩২টি দল নিয়ে এ বছরের ফিফা অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের ২০ নভেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে হবে এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।পরিকল্পনা অনুসারে ১৮ ডিসেম্বর ২০২২ এ ফিফার ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বরের এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রতিবছর একটি অফিশিয়াল সাউন্ডট্র্যাক রিলিজ করা হয়। প্রতিবারের মতো এইবারও প্রকাশ করা হয়েছে ফিফার অফিশিয়াল সাউন্ডট্র্যাক “লাইট দ্যা স্কাই”।

সাউন্ডট্র্যাকটির ভিডিও এর নির্মানের জন্য ভারতের নোরা ফাতেহি,সংযুক্ত আরব আমিরাতের বলকিস আহমেদ, ইরাকি শিল্পী রাহমা রিয়াদ এবং মরক্কোর মানালকে দেখা যায়।


ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে ০৭ অক্টোবর রোজ শুক্রবার। গানটির মূল লাইনটি হলোঃ

“এসো আমরা সবাই মিলে আকাশে আলো জ্বালিয়ে দেয়।”

গানটিতে অংশগ্রহণ করা চারজনই হলো নারী শিল্পী। এ বিষয়টিকে নারীর এগিয়ে যাওয়া ও ক্ষমতায়নের সঙ্গে তুলনা করা হচ্ছে। গানটিতে শুধু ইংরেজি ভাষা নয়, মরক্কো, আরবি ও হিন্দি ভাষার ব্যবহার রয়েছে। গানের ভিডিওটিতে বিশ্বকাপে থাকা নারী রেফারিদের একটি ছোট ফুটেজ রয়েছে, যা মূলত তাদের প্রতি সম্মান দেখানোর জন্য রাখা হয়েছে। অসাধারণ নৃত্য এবং কণ্ঠের সাথে এই গানটি প্রকাশ করে ফিফা কতৃপক্ষ। দশর্কদের প্রতিক্রিয়া এর ভিওিতে অনুধাবন করা যাচ্ছে যে গানটি অসাধারণ।

যদিও ২০১০ সালে প্রকাশিত সাকিরার “ওয়াকা ওয়াকা” এবং ২০১৪ সালে জেনিফার লোপেজ-পিটবুলের “ইউ আর ওয়ান” তুমুল জনপ্রিয়তা পায়।আশা করা যায় এই গানটিও তেমন জনপ্রিয়তা পাবে।

Related Articles