
সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচকে প্রায়ই জিজ্ঞেস করা হয় কবে তিনি অবসর নেবেন। এ প্রশ্নের উত্তর যদিও ইবরাহিমোভিচ কয়েকবার দিয়েছেন, তবে এবার দিলেন এর কড়া জবাব। ৪১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন,যতদিন না তার চেয়ে দক্ষ কোনো ফুটবলার ফুটবল মাঠে পা রাখবেন, ততদিন তিনি
খেলেই যাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, ইবরাহিমোভিচের মতে তিনিই সেরা ফুটবল খেলোয়াড়। যেদিন তার চেয়েও সেরা কোনো ফুটবলার পাওয়া যাবে, সেদিনই তিনি অবসর নেবেন। মূলত, ইবরাহিমোভিচ উপহাসের ছলে সাংবাদিকের এই প্রশ্নের জবাব দিয়েছেন। তার এ উত্তরে বোঝা যায়, নিজের অবসরের ব্যাপারে কোনো প্রশ্ন তিনি শুনতে চাননা বা পছন্দ করেন না। বর্তমানে ইতালিয়ান সি রি আ টিম এসি মিলানে খেলছেন এই সুইডিশ স্ট্রাইকার। একই টিমে তার সাথে খেলছেন ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল মালদিনি। ড্যানিয়েল হলেন সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ইতালিয়ান কিংবদন্তি পাবলো মালদিনির ২য় সন্তান।
ইবরাহিমোভিচের রিটায়ারমেন্ট সম্পর্কে প্রশ্ন করা হলে, জবাবে উদাহরণস্বরূপ তিনি জানান যে, তিনি পাবলো মালদিনির বিরুদ্ধে খেলেছেন এবং বর্তমানে তারই পুত্র ড্যানিয়েল মালদিনির সাথে খেলছেন। তিনি যাতে ড্যানিয়েলেরও পুত্রের সাথে খেলতে পারেন এ ব্যাপারেও তিনি আশাবাদী। জালাতান ইবরাহিমোভিচের এ জবাবে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা । তিনি যাতে আরও কয়েকবছর দুর্দান্ত দক্ষতা দেখিয়ে মাঠকে মাতিয়ে রাখতে পারেন, এমনটাই চান ইবরাহিমোভিচের ভক্তরা। ৪১ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার ১৯৯৯ সালে মাত্র ১৮ বছর বয়সে নিজের প্রোফেশনাল ক্যারিয়ার শুরু করেন। সুইডেনের মালমো এফ এফ ক্লাবে দুই বছর খেলার পর, ২০০১ সালে যোগদান
করেন হল্যান্ডের বিখ্যাত ক্লাব আজাক্সে। আজাক্সে খেলার সময় তিনি তৎকালীন ইউরোপের সেরা ফরোয়ার্ডের একজন হিসেবে স্বীকৃতি পান। আজাক্সে দুই বছর খেলার পর ইবরাহিমোভিচ যোগদান করেন ইতালিয়ান সি রি আ টিম জুভেন্টাসে এবং সেখানে ক্যারিয়ারের আরো দুই বছর কাটান। এরপর ২০০৬ সালে তিনি যোগদান
করেন একই লিগের ক্লাব ইন্টার মিলানে। ইন্টারমিলানে তিনি অর্জন করেন ব্যাপক সফলতা । একটানা তিনবার সি রি আ টাইটেল জেতেন এই ক্লাবে খেলারত অবস্থায়। এরপর ২০০৯ সালের গ্রীষ্মে তিনি বার্সেলোনায় যোগদান করেন। ইবরাহিমোভিচের বার্সেলোনায় ট্রান্সফার তখন পর্যন্ত ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফারের মধ্যে একটি ছিল। বার্সেলোনায় শুধুমাত্র একটি সিজন কাটানোর পর পুনরায় ইতালিতে ফেরেন এই সুইডিশ ফরোয়ার্ড। এবার তিনি ইন্টার মিলানের চির প্রতিদ্বন্দী এসি মিলানে যোগদান করেন। এসি মিলানে খেলার সময় আরো একটি সি রি আ টাইটেল জিততে সক্ষম হইয় তার ক্লাব।
২০১২ সালে ইবরাহিমোভিচ ইতালি ছেড়া পাড়ি জমান ফ্রান্সে। এবার তিনি যোগদান করলেন ফরাসি লিগ ওয়ান টিম প্যারিস সেইন্ট জার্মাতে। পি এস জি দলের ক্যাপ্টেন হিসেবে জালাতান নিযুক্ত হন এবং তারই নেতৃত্বে গত ১৯ বছরে প্রথম লিগ ওয়ান শিরোপা লাভ করে এই ক্লাব। পি এস জিতে তিনি চারটি সিজন কাটান এবং এই চারটি সিজনেই তার ক্লাব একটানা চারবার সিরি আ শিরোপা অর্জন করে এবং ইবরাহিমোভিচ হয়ে ওঠেন পি এস জির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ সালে একটি ফ্রি চুক্তিতে তিনি পি এস জি ছেড়ে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০১৮ সালে ইউরোপ ছেড়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে।
২০১৮ সালে মার্কিন এম এল এস লিগের ক্লাব লস এঞ্জেলেস গ্যালাক্সিতে যোগদান করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সেখানে দুবছর কাটানোর পর তিনি আবার তার পূর্বের ক্লাব ইতালির এসি মিলানে ফেরেন ২০২০ সালে। এখানে নিজের ক্যারিয়ারের ৫ম সি রি আ টাইটেল অর্জন করেন এই সুইডিশ কিংবদন্তি।



